বিনোদন প্রতিবেদক

  ২৮ জুলাই, ২০১৮

‘আনন্দ মেলা’র উপস্থাপনায় ফেরদৌস-পূর্ণিমা

আগামী কোরবানির ঈদে বিটিভিতে প্রচারের জন্য আগস্টের দ্বিতীয় সপ্তাহে নির্মিত হবে ঈদ বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। আর এবারের আনন্দ মেলার উপস্থাপনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই নায়ক-নায়িকা ফেরদৌস ও পূর্ণিমা। বিষয়টি নিশ্চিত করেছেন এবারের ‘আনন্দ মেলা’র প্রযোজক মো. মাহফুজার রহমান। তিনি জানান, গেল সপ্তাহেই ফেরদৌস ও পূর্ণিমার আনন্দ মেলায় উপস্থাপক হিসেবে কাজ করার বিয়ষটি নিশ্চিত করেছেন দুজনেই। আগস্টের দ্বিতীয় সপ্তাহে তারকা সমাবেশে আনন্দ মেলার শুটিং হবে।

এ বিষয়ে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘আনন্দ মেলা বিটিভির একটি ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান। এ অনুষ্ঠানে এর আগেও আমি উপস্থাপনা করেছি। তবে এবারই প্রথম আমি ও পূর্ণিমা উপস্থাপনা করতে যাচ্ছি। আশা করছি, এবারের আনন্দ মেলা ব্যতিক্রম এবং দর্শকের কাছে অনেক ভালোলাগার একটি অনুষ্ঠান হবে।’

পূর্ণিমা বলেন, ‘গত ঈদে আমি ও ফেরদৌস আনন্দ মেলার পারফরম্যান্সে অংশ নিয়েছি। সবকিছু ঠিকঠাক থাকলে আমি আর ফেরদৌস এবারের আনন্দ মেলার উপস্থাপনা করব। কিছু ভিন্নধর্মী পারফরম্যান্স থাকবে এবারের ঈদ আনন্দ মেলায়। ফেরদৌসের সঙ্গে এর আগেও আমি উপস্থাপনা করেছি বিভিন্ন অনুষ্ঠানে। যে কারণে তার সঙ্গে উপস্থাপনার বোঝপড়াটাও বেশ চমৎকার। আশা করছি, এবারের আনন্দ মেলা দর্শকের কাছে অনেক বেশি উপভোগ্য হবে।’ ‘আনন্দ মেলা’ এবার যুগ্মভাবে প্রযোজনা করবেন মো. মাহফুজার রহমান ও এল রুমা। এদিকে পূর্ণিমা দীর্ঘদিন পর একটি ভালো গল্পের চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলি চলচ্চিত্র’র নবম অবদান ‘জ্যাম’র অভিনয় করতে যাচ্ছেন তিনি। এটি নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এতে আরো অভিনয় করবেন চম্পা, অমিত হাসান, মিশা সওদাগর, ফেরদৌস প্রমুখ। ফেরদৌস অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র দুটি হচ্ছে ‘কালের পুতুল’ ও ‘খাচা’। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত এ কে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’। এতে তার বিপরীতে আছেন প্রিয়দর্শিনী মৌসুমী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist