বিনোদন প্রতিবেদক

  ২৩ জুন, ২০১৮

নিজেকে নির্দোষ দাবি করলেন আসিফ

গানের স্বত্ব নিয়ে অভিযুক্ত শিল্পী আসিফ নিজেকে নির্দোষ দাবি করলেন। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে তিনি এ দাবি করেন। তিনি বলেন, ‘যে ৬১৭টি গানের কথা বলা হচ্ছে, সেই ৬১৭টি গানের স্বত্বাধিকারী কিন্তু আমি না। এই গানগুলোর স্বত্বাধিকারী হচ্ছে সাউন্ডটেক কর্তৃপক্ষ। আমি যখন সাউন্ডটেক ছেড়ে দিয়ে অবকাশে যাই, তখন সবাই আমাকে একটা মৌখিক অনুমতি দিল, তুমি আসিফ আমাদের পক্ষে সাইন করো। ওখানে স্পষ্ট লেখাও ছিল, অন বিহ্যাব মানে কারো পক্ষে। কারো পক্ষে মানে কি স্বাক্ষর জালিয়াতি হয়? তাহলে তো মামলা করার ক্ষমতা আমার। আমি যেহেতু কোর্ট চিনে গেছি, কোর্টেই যাব,’ বলেন তিনি।

আসিফ আরো বলেন, ‘যেহেতু তারা অভিযোগ করেছে, এই ৬১৭টি গানে আমি কত কোটি টাকা খেয়েছি, এটা তাদের কোর্টে প্রমাণ করতে হবে। বিষয়টি এখন আইনগতভাবে সমাধান হবে। এখন সিনিয়র দিয়ে মীমাংসা হবে না। সিনিয়ররা করলে আগে করতে পারত। এখন হবে না।’

তিনি বলেন, ‘এখানে প্রীতমের গান আছে ৮ থেকে ১০টা। আর শফিক তুহিনের গান থাকতে পারে ৮০ থেকে ৯০টা। শফিক তুহিন এটি ফেসবুকে দিয়ে দিল। তারা দুই বছর ধরে ফেসবুকে আমাকে বিরক্ত করছে। ৫৭ ধারায় মামলা করার কথা আমার। কারণ, তারা সব সময় উসকানিমূলক কাজ করে আসছে।’ আসিফ বলেন, ‘আমার কথা হচ্ছে, একটা সমস্যার শুরু হলো, এটার সমাধান প্রয়োজন। যেহেতু এখন খেলাটা কোর্টে শুরু হয়েছে, এটা কোর্টেই শেষ হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist