বিনোদন ডেস্ক

  ২২ জুন, ২০১৮

স্বামীর বিরুদ্ধে প্রিয়াঙ্কার অভিযোগ

টালিউডের তারকা দম্পতি প্রিয়াঙ্কা সরকার ও রাহুল ব্যানার্জি। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন এই তারকা দম্পতি। প্রিয়াঙ্কা-রাহুলের সংসার আলো করে এসেছিল ছেলে সহজ। তবে অনেক আগে থেকেই আলাদা বসবাস করছেন তারা। যদিও এখনো ডিভোর্সের আইনি প্রক্রিয়া চলছে। আবার বিচ্ছেদের পরও তাদের মধ্যে সুসম্পর্ক ছিল। তবে হঠাৎ রাহুলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা। এমন দাবি অবশ্য করেছেন রাহুল নিজেই। ভারতের একটি গণমাধ্যমে রাহুল বলেছেন, ‘গত সাত মাস আমাকে ছেলের মুখ দেখতে দেওয়া হয়নি। প্রিয়াঙ্কা আমার কাছ থেকে এককালীন ১ কোটি ২৫ লাখ টাকা দাবি করেছে। ওর এখন ‘সুলতান’-এর মতো ছবি চলছে। আমি সিরিয়াল করি। এত টাকা কী দেওয়া সম্ভব? টাকাটা না দিলে ছেলের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না, এটাও বলেছে। আমি নাকি ওকে শারীরিক-মানসিক নির্যাতন করেছি। এটা ও বিভিন্ন জায়গায় বলছে। আমি বিভিন্ন সূত্রে শুনলাম। আমাকে সরাসরি কিছু বলেনি। বরং আমি তো বলব, আমার পরিবারের ওপর ও মানসিক নির্যাতন চালিয়েছে।

টাকা দাবি করার কথা স্বীকার করে নিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘ছেলের কথা ভেবে এত দিন মুখ খুলিনি।’ এদিকে আগামী ১৭ জুলাই তাদের বিচ্ছেদ মামলার প্রথম শুনানি। যদিও রাহুল এখনো পর্যন্ত থানায় বা অন্য কোথাও কোনো অভিযোগ দায়ের করেননি। তিনি বলেন, ‘এবার প্রিয়াঙ্কার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। আদালত যা বলবে, আমি সেই মতো কাজ করব। প্রিয়াঙ্কার অভিযোগ, ‘গত দুই বছরে সহজের প্রতি রাহুল দায়িত্ব পালন করেনি। মাসে মাসে টাকা দেওয়ার কথা যদি ও বলে থাকে, সেটা সম্পূর্ণ মিথ্যে। আমার একার পক্ষে সবটা মেনটেইন করে ভবিষ্যতের জন্য কিছু সেভিংস করা সম্ভব হচ্ছে না। দুই বছর আগে রাহুলের হাতে তেমন কাজ ছিল না। কিন্তু এখন মাসে সাত লাখ টাকা রোজগার করে। তার নিজের ফ্ল্যাট-গাড়ি রয়েছে। ফলে ও ছেলের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারে।’ তিনি আরো বলেন, রাহুল আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। আমার পেন্টিং ভেঙে দেওয়া, নিজের গায়ে গরম চা ঢেলে দেওয়া, কিছুই বাদ রাখেনি। আমার বাবা-মাকে নিয়ে অত্যন্ত খারাপ কথা বলেছে। হোয়াটসঅ্যাপে সেসব রয়েছে। চাইলে আমি সেগুলো দেখাতে পারি। এমনকি ও সহজকেও বুঝিয়েছে, মা খারাপ। ছেলে এতটাই ছোট, স্কুলে গিয়ে কান্নাকাটি করেছে। ও ভেবেছিল, হয়তো মায়ের সঙ্গে আর থাকতে পারবে না। স্কুল থেকে সবকিছু আমাকে জানানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist