গাজীপুর প্রতিনিধি

  ১৪ ডিসেম্বর, ২০১৮

গাজীপুর-৫

ডিবির হাতে গ্রেফতার মিলন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তাকে গ্রামের বাড়ি কালীগঞ্জের বর্তুল থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, ফজলুল হকের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানার ৭টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। তাকে গাজীপুর আদালতে নেওয়া হচ্ছে।

জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ জানান, সকাল ১০টার দিকে ফজলুল হক মিলন গ্রামের বাড়িতে আসেন। পরে দুপুর আড়াইটার দিকে তাকে গাজীপুর ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। তিনি বলেন, ফজলুল হক মিলন সব মামলায় জামিনে ছিলেন। কয়েকদিন আগে তার ঢাকার বাসায় রাতে অভিযান চালিয়েছিল পুলিশ। গ্রেপ্তার আতংকে তিনি এতদিন এলাকায় আসেননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close