বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ১৪ ডিসেম্বর, ২০১৮

রাজশাহীতে ভোটের মাঠে ফ্যাক্টর নারীরা

রাজশাহীতে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যাই বেশি। এখানকার ছয়টি আসনের মধ্যে চারটিরই এ অবস্থা। সবচেয়ে বেশি নারী ভোটার রয়েছেন রাজশাহী সদর আসনে। এই আসনে পুরুষের চেয়ে ৬ হাজার ৩৯ জন নারী ভোটার বেশি। ফলে এবার রাজশাহীতে ভোটের বড় ফ্যাক্টর হবে নারী ভোটার। রাজশাহীর ছয়টি আসনে এবার মোট ভোটার ১৯ লাখ ৪২ হাজার ৩৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৬৭ হাজার ৫৯৩ জন এবং নারী ৯ লাখ ৭৪ হাজার ৭৫৭ জন। এবার নতুন ভোটার হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৯০৫ জন।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মোট ভোটার ৩ লাখ ৮৩ হাজার ২৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৫৭২ জন ও নারী ১ লাখ ৯২ হাজার ৬৮২। এই আসনে ২ হাজার ১১০ জন নারী ভোটার বেশী। এ আসনে নতুন ভোটার ৪০ হাজারের বেশী।

রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত রাজশাহী-২ (সদর) আসন। এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৯০৭ জন ও নারী ১ লাখ ৬১ হাজার ৯৪৬ জন। এই আসনে ৬ হাজার ৩৯ জন নারী ভোটার বেশী। এ আসনে নতুন ভোটার রয়েছে প্রায় ৩৩ হাজার।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মোট ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৩৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৪৩৪ জন ও নারী ১ লাখ ৭৮ হাজার ৯৩৮ জন। এই আসনে ৫০৪ জন নারী ভোটার বেশী।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৯৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭০৬ জন নারী ১ লাখ ৩৯ হাজার ২৯৩। এই আসনে ৫৮৭ জন নারী ভোটার বেশী।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ১ হাজার ৫৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫১ হাজার ৩৮৬ জন নারী ১ লাখ ৫০ হাজার ২০৮। তবে এ আসনে নারী নয়, ১১৭৮ জন পুরুষ ভোটার বেশি।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন নারী ১ লাখ ৫১ হাজার ৬৯০। তবে এ আসনেও নারীর চেয়ে পুরুষ ভোটার বেশী রয়েছে ৮৯৮ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close