মো. নূর ইসলাম নয়ন, দিনাজপুর

  ১৩ ডিসেম্বর, ২০১৮

দিনাজপুর সীমান্ত দিয়ে আসছে মাদক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুর জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নিয়ে আসা হচ্ছে গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, নেশা জাতীয় ইনজেকশনসহ নানা প্রকারের মাদকদ্রব্য। সক্রিয় একটি মাদক সিন্ডিকেট চক্র এর আসে জড়িত বলে খবর পাওয়া গেছে।

সূত্রটি জানায়, বিশেষ করে দিনাজপুরের হাকিপুর উপজেলাধীন হিলি স্থলবন্দর সীমান্ত দিয়ে পেঁয়াজসহ অন্যান্য কাঁচামালের সাথে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে মরণ নেশা মাদক। গত দুইদিন ধরেই প্রশাসনকে ফাঁকি দিয়ে আসছে গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, নেশা জাতীয় ইনজেকশনসহ অবৈধ মাদকদ্রব্য। সেই সাথে সন্ধ্যার পর পরই শহরের বিভিন্ন পয়েন্টেই মাদক চক্রটি বিভিন্ন কৌশলে কাস্টমারকে মাদকের ‘হোম সার্ভিস’ দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, গত দুই সপ্তাহ ধরে বিভিন্ন চায়ের দোকান, হোটেল, চাইনিসে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের সাথে নিয়মিত দেখা যাচ্ছে। অসাধু এসব কর্মকর্তাদের যোগসাজসে মাদক বিক্রির সিন্ডিকেটরা আবারও জোরেসরে গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, নেশা জাতীয় ইনজেকশন বিক্রি করছে। একাধিক সূত্রে জানা গেছে, শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড, শেখপুরা, নিউটাউন-৩, ৫, ৬, ৭ ও ৮ নম্বর, হাউজিং মোড়, কাশিপুর, শিশুপার্ক, বড়পুল, পুলহাট, শিকদারহাট, রামসাগর, খানপুর, বাহাদুর বাজার, লিলিমোড়, মর্ডাণমোড়, মালদহপট্টি, ৬ রাস্তার মোড়, বালুয়াডাঙ্গা, হঠাৎপাড়া নদীর ধারে, ষষ্টিতলা, ঈদগামাঠ, ঈদগাহবস্তি, হাসপাতাল মোড়, বালুবাড়ি পশু হাসপাতাল মোড়, মহারাজামোড়, চাতরাপাড়া, বালুয়াডাঙ্গা টেম্পুস্ট্যান্ড, থানা মোড়, সুইহারী, গোপালগঞ্জ বাজার, শেকহাটি, বাঁশেরহাট, ১০ মাইল, উলিপুর, সৈয়দপুর পশ্চিমপাড়া, পাঁচকুড় বাজার সংলগ্ন মাঠ, বাঙ্গীবেচা মোড়, কমলপুর, তাজপুর স্মরণপাড়া, ডাইলার মোড়, কসবায় গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও নেশা জাতীয় ইনজেকশনসহ বিক্রি করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। এ সমস্ত এলাকা মাদকের অভয়ারণ্য বলে জানা গেছে।

সূত্র মতে, আসন্ন জাতীয় নির্বাচনের সুযোগকে কাজে লাগিয়ে মাদক সিন্ডিকেট চক্রটির টার্গেট দিনাজপুরেই ১০ কোটির টাকার মাদক বিক্রির। সেভাবে তারা মাঠে নেমেছে। সেই সাথে নাইটকোচ এবং ট্রেনযোগেও তাদের মাদক পাচারের টার্গেট ২০০ কোটির টাকার মত বলে জানা গেছে।

মাদকের এই ভয়াবহতা বন্ধে সুধীমহল নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, র‌্যাব-১৩ সহ প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close