reporterঅনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট, ২০১৭

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ওয়ার্কশপ

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উত্তরা ১৩নং সেক্টরের ক্রিয়েটিভ হাবে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে ‘গভর্ন্যান্স’ শীর্ষক এক ওয়ার্কশপ সম্প্রতি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখেন যথাক্রমে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ইয়াসমীন আহমেদ, আর্কিটেক্ট হোসনে আরা রহমান, ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল হালীম শেখ। ওয়ার্কশপের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী মো. মফিজুর রহমান। এরপর ওয়ার্কশপ স্পিকার প্রফেসর ড. সাবিহা হক মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন। উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও ওয়ার্কশপ স্পিকারের মুক্ত আলোচনায় গুড গভর্ন্যান্সের উপকারিতা ও এর প্রয়োগসংক্রান্ত বিষয়গুলো উঠে আসে এবং এই বিশ্ববিদ্যালয়ে এর ব্যবহার ও প্রয়োগ সম্পর্কেও আলোচনা হয়।

কর্মশালায় গুড গভর্ন্যান্সের মাধ্যমে একটি দেশের মতোই একটি প্রতিষ্ঠানও তাদের উন্নতি করতে পারে উল্লেখ করে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানে এর সুষ্ঠু ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। ওয়ার্কশপ স্পিকার বলেন, দেশের যেমন সিটিজেন আছে, তেমনি কর্মকর্তা ও কর্মচারীরা একটি প্রতিষ্ঠানের সিটিজেন।

এই সিটিজেনদের সঠিকভাবে পরিচালনা করতে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি ও লক্ষ্য তৈরিতে সহায়তা ও পরিবেশ নিশ্চিত করাই হচ্ছে একটি গুড গভর্ন্যান্সের কাজ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে টেকনিক্যাল সেশন সম্পন্ন হয় এবং সর্বশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসির ডেপুটি ডিরেক্টর মো. আনোয়ারুল হক।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist