reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মে, ২০১৭

বাকৃবিতে শিক্ষক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ শিক্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. এম মোজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো.আলী আকবর।

বিশেষ অতিথি ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. আবদুর রশীদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ট্রেনিং কোর্সের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. একেএম জাকির হোসেন, পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফ আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিটিআইর সাবেক পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিব। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তাদের পেশাগত ক্ষেত্রের প্রশিক্ষণ দেওয়া হয় না। শুধু ভালো রেজাল্ট করলেই কখনো ভালো শিক্ষক হওয়া যায় না। একজন শিক্ষকের দুর্বলতা ও ত্রুটিগুলো দূর করার মাধ্যমেই ভালো মানের শিক্ষক হওয়া সম্ভব। এ জন্য এ ধরনের প্রশিক্ষণের বিকল্প নেই। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist