reporterঅনলাইন ডেস্ক
  ০৮ এপ্রিল, ২০২০

জাবির রসায়ন বিভাগের তৈরি হ্যান্ড স্যানিটাইজার স্বল্পমূল্যে পাওয়া যাবে

করোনাভাইরাসের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের একদল শিক্ষার্থী তৈরি করেছে হ্যান্ড স্যানিটাইজার। সঙ্গে সহযোগিতায় ছিলেন বিভাগের শিক্ষকরাও। ‘কেমসল’ নামের এ হ্যান্ড স্যানিটাইজার ভাইরাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ কার্যকরী ভূমিকা রাখতে পারবে বলে জানিয়েছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুল আবছার।

তিনি আরো বলেন, ‘পর্যাপ্ত অর্থের জোগান না থাকায় আমরা স্বল্প পরিসরে এটি তৈরি করে ক্যাম্পাসে অবস্থানরত রিকশাচালক, হকারসহ বিভিন্ন দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করেছি। আর্থিকভাবে যদি প্রশাসনের সহযোগিতা পাই তাহলে বড় পরিসরে বাজারে সরবরাহ করা যায় কি-না সে বিষয়েও চিন্তা করছি। ১০০ মি.লি. হ্যান্ড স্যানিটাইজার ২০-২৫ টাকায় বাজারে সরবরাহ করা যায় কি-না এ বিষয়টি নিয়েও কাজ করছি আমরা।’

হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে সহযোগিতা করছেন বিভাগের এমন আরেকজন সহযোগী অধ্যাপক ড. মীর তামজীদ রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিভাগ থেকে গতকাল আমরা শিক্ষক-শিক্ষার্থীরা মিলে কিছু পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি। বিভাগের শিক্ষার্থীরা এ ব্যাপারে খুবই আগ্রহী। এটা বড় পরিসরে করা যায় কি-না সেটা নিয়ে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে বসব।’ এ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুল আবছার। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষকের মধ্যে ড. এস এম তারেক আবেদীন, ড. মীর তামজীদ রহমান, শফিকুল ইসলাম, মাহবুব আলম উক্ত উদ্যোগে সার্বিক সহযোগিতা করছেন। এছাড়াও রয়েছে বিভাগের একদল তরুণ শিক্ষার্থী। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close