reporterঅনলাইন ডেস্ক
  ০৫ এপ্রিল, ২০২০

নোবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। ১৭ মার্চ সকালে উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলমের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মূলফটকে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। পরে বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, চেয়ারম্যান, হলের প্রভোস্ট, শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতা ও কর্মচারীরা স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এ সময় বঙ্গবন্ধুর ম্যুরালে দাড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম। তিনি বলেন, ‘আজকের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ক্ষণজন্মা এই মহান পুরুষের জন্ম না হলে আমরা স্বাধীন ভূখ- পেতাম না। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বছরব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। দেশমাতৃকার জন্য তার সারা জীবনের সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষা আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।’ এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক ড. আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনসহ আরো অনেকে। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং রাত ৮টায় আতশবাজি উৎসব। মুজিব জন্মশতবর্ষিকী উপলক্ষে নোবিপ্রবির বিভিন্ন ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close