reporterঅনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর, ২০১৯

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে জবিতে র‌্যালি

‘মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ’ বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

১০ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে র‌্যালিটি জবির উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের নেতৃত্বে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ’ বিষয়কে অগ্রাধিকার দিয়ে এ সচেতনতামূলক র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপাচার্য তার সংক্ষিপ্ত বক্তব্যে দৈহিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতি বেশি যতœবান হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সবার সামগ্রিক সহযোগিতার মাধ্যমে আত্মহত্যার মতো অপরাধ কমিয়ে আনার ওপর কাজ করার আহ্বান জানান। এ সময় লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূর মোহাম্মাদসহ বিভাগের অন্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close