reporterঅনলাইন ডেস্ক
  ০৬ মে, ২০১৯

এক্সেলিয়রস চ্যাম্পিয়ন রিসালাত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ক্লাব আয়োজিত মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার কেন্দ্রিক প্রতিযোগিতা ‘ইএসএল প্রেজেন্টস এক্সেলসিয়র ২০১৯’ চ্যাম্পিয়ন হয়েছেন এম ডি রিসালাত হুদা। প্রথম রানারআপ মাহাদি মোহাম্মদ মেহরাব এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন তুর্য বারোই। চূড়ান্ত পর্বে ১১ জন ফাইনালিস্টের মধ্য থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব অর্জন করে তারা।

প্রথম পর্বের পর চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত ৪৫ জন থেকে আবার প্রতিযোগিতার মাধ্যমে সেরা ১১ জনকে ফাইনালিস্ট নির্বাচন করা হয়। এবারের ‘এক্সেলসিয়র ২০১৯’-এর কর্মশালাগুলোতে প্রশিক্ষক হিসেবে ছিলেন ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেডের প্রজেক্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার রেটিংসের ইউনিট হেড মোহাম্মাদ নজরুল ইসলাম ভূঁইয়া, ডব্লিউএএসও ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার নাফিজ ইফতেখার, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার কৌশিক মোহাম্মদ এবং গ্রামীণফোনের মার্কেটিং ইন্টার্ন ও ‘এক্সেলসিয়র ২০১৮-এর চ্যাম্পিয়ন ফয়সাল মাহমুদ খান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াসউদ্দিন আহসান, চেয়ার অব সেশন হিসেবে ছিলেন এন এস ইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অ্যাক্টিং ডিন প্রফেসর ড. জসীমউদ্দিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন ড. আরিফুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও মিস পারিসা শাকুর, ডিরেক্টর, স্টুডেন্ট অ্যাফেয়ার্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং এন এস ইউ ফাইনান্স ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর মুহাম্মাদ নাসিরুদ্দিন, লেকচারার, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিলো লার্ন, ইমপ্লিমেন্ট এবং এক্সেল। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close