reporterঅনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর, ২০১৮

মানসিক প্রশান্তি পড়ালেখার পূর্ব শর্র্ত : চবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৮ উপলক্ষে ‘পরিবর্তনশীল বিশ্বে যুব সমাজ এবং মানসিক স্বাস্থ্য’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে ১০ অক্টোবর বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০ টায় চবি কেন্দ্রীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। উপাচার্য বিশ^ মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে চবি মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আয়োজন করায় আয়োজকদের স্বাগত ও বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, যুব সমাজ দেশের সম্পদ। এ অমূল্য সম্পদকে শক্তিতে রূপান্তর করতে যুব সমাজের শারীরিক সক্ষমতা এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা একটি অপরিহার্য অনুষঙ্গ। তাই একটি সুন্দর জীবন পরিচালনা করার জন্য মানসিক সুস্বাস্থ্যের কোনো বিকল্প নেই। তিনি বলেন, মানসিক প্রশান্তি পড়ালেখার পূর্ব শর্ত। যুব সমাজকে আত্মশক্তিতে বলিয়ান হওয়ার লক্ষ্যে মাদকের ছোবল থেকে আত্মরক্ষা অত্যন্ত জরুরি। একটি নির্মল ও শান্তিময় পরিবেশে জ্ঞানার্জনের পথ সুগম করতে ইতোমধ্যেই চট্টগ্রাম বিশ^বিদ্যালয় প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। উপাচার্য আজকের বিশ^ মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রতিপাদ্য বিষয়কে সঠিকভাবে ধারণ, লালন ও চর্চার মাধ্যমে আলোকিত জীবন, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মানসিক স্বাস্থ্য সুরক্ষার আহ্বান জানান। চবি মনোবিজ্ঞান বিভাগের সভাপতি লাইনুন নাহার এর সভাপতিত্বে উক্ত বিভাগের সহকারী অধ্যাপক মোছা. সাবিহা সুলতানার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. গোলাম কবীর, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ এবং মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আফজাল হোসেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত ‘মানসিক স্বাস্থ্য’ সম্পর্কিত বিষয়ে তিনজন বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী প্রবন্ধ উপস্থাপন করেন। উপাচার্য এ তিনজন প্রবন্ধকার যথাক্রমে ইউটিএস, বিটিটিআইর প্রধান প্রশিক্ষক জনাব এ এল এম রেজা আজিজ, নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের সহকারী স্টুডেন্ট কাউন্সেলর জনাব মো. শাফায়াত হোসেন এবং আলোকিত সময়-এর মনোবিজ্ঞানী জনাব আইনুন নাহার কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপাচার্য বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close