reporterঅনলাইন ডেস্ক
  ০১ অক্টোবর, ২০১৮

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নিজস্ব মিলনায়তনে ১৭ সেপ্টেম্বর সোমবার ‘রক্ত দিন জীবন বাঁচান’ এই মর্মে ‘ইবিএইউবি ব্লাড ডনেট ক্লাব’-এর উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম রাশেদুল হাসান, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. মো. আফজাল হোসেন।

আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও ট্রেজারার (চ.দা.) মো. শাহরিয়ার কবির ও ডিন কৃষি অনুষদ ড. মো. দেলওয়ার হোসেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. সোহেল আল বেরুনী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষক ড. মো. মশিউর রহমান রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানের উপকারিতা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রক্তদানের জন্য উদ্বুদ্ধ করে একটি প্রেজেন্টেশন প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close