reporterঅনলাইন ডেস্ক
  ২২ জুলাই, ২০১৮

চুয়েটে সেমিনারে বক্তারা

টেকসই নির্মাণকে গুরুত্ব দিতে হবে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইনস্টিটিউট অব আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং রিসার্চের (আইইইআর) আয়োজনে ভবন ও সেতু নির্মাণে ‘ভূমিকম্প প্রতিরোধী ডিজাইনের অগ্রগতি’বিষয়ক দিনব্যাপী সেমিনার ১২ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে বেলা ১১টায় ওই সেমিনারের উদ্বোধন করেন চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী, বুয়েট-জেআইডিপিইউএসের পরিচালক অধ্যাপক ড. রাকীব আহসান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন আইইইআরের পরিচালক ও পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুর রহমান ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ভূমিকম্পে আমরা খুব অসহায় হয়ে পড়ি। সবখানে নানা ধ্বংস দেখা যায়। বহুতল ভবনগুলোর অবস্থা আরো করুণ হয়। আমাদের অঞ্চলে গড়ে ১০০ বছরে একটি বড় ধরনের ভূমিকম্প হওয়ার তথ্য আছে। ফলে আমরা কেউ বিপন্মুক্ত নই। আমাদের এখন টেকসই নির্মাণকে গুরুত্ব দিতে হবে। ডিজাইন এবং ডিটেলিংয়ের ব্যাপারে আরো সচেতন হতে হবে। লোকেশনের চাহিদা মোতাবেক নির্মাণ হচ্ছে কি নাÑতা দেখতে হবে। তিনি আরো বলেন, সবকিছুর বেলায় সফটওয়্যারনির্ভর হলে চলবে না। সফটওয়্যারের কোনো মানবীয় গুণাবলি নেই। তাই সফটওয়্যার আপডেটের পাশাপাশি নিজেকেও আপডেট থাকতে হবে। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুরকৌশল বিভাগের প্রভাষক নাফিসা মারিয়াত। সেমিনারে পৃথক চারটি সেশনে চারটি কী-নোট উপস্থাপন করা হয়। কী-নোটগুলো উপস্থাপন করেন চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক ড. রাকীব আহসান এবং চুয়েটের আইইইআরের পরিচালক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রহমান ভূঁইয়া প্রবন্ধগুলো উপস্থাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist