reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুলাই, ২০১৮

জাককানইবিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পপুলেশন সায়েন্স বিভাগের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষার্থীরা ১১ জুলাই বুধবার একটি র?্যালি বের করে। ‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’ সেøাগানে র?্যালিটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শেষ হয়।

র?্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীরসহ ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন জনসচেতনতামূলক প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় বিভাগটি তাদের পরিকল্পনার বিষয়ে আলোচনা করে এবং এ সময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে পপুলেশন সায়েন্স ডিপার্টমেন্টের প্রতি সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করেন। জনসংখ্যাতত্ত্ববিদদের পরিকল্পনা ও তার বাস্তবায়ন হলে দেশের বেকারত্ব দূর হবে এবং টেকসই উন্নয়নের দিকে অগ্রগণ্য ভূমিকা পালন করবে। জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি বিদ্যমান জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার প্রতি জোর দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist