reporterঅনলাইন ডেস্ক
  ২২ মার্চ, ২০১৮

নর্দান ইউনিভার্সিটির আইন বিভাগের গ্র্যাজুয়েশন ডিনার

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের গ্রাজুয়েশন ডিনার অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এপেলেট ডিভিশনের জাস্টিস মির্জা হোসাইন হায়দার। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি ট্রাস্ট-এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসাইন। সামার ও ফল ২০১৭ ব্যাচের গ্রাজুয়েটদের বিদায় উপলক্ষে বিশ^বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা হোসাইন হায়দার বলেন, আইনজীবীদেরকে বলা হয়ে থাকে ঝড়পরধষ ঊহমরহববৎ। সেই সোশ্যাল ইঞ্জিনিয়ারদেরকেই যোগ্যতা, দক্ষতায় সফলভাবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। আমার জানা মতে, দেশের বেসরকারি সকল বিশ^বিদ্যালয়ের মধ্যে একটি ঈর্ষণীয় অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছে নর্দান ইউনিভার্সিটির আইন বিভাগ।

বিভাগীয় প্রধান আফরোজা বিলকিস এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করিম, ট্রেজারার মো. আনোয়ার হোসেন, শিক্ষকম-লী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist