reporterঅনলাইন ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি, ২০১৮

ভারতের ভিআইটি বিশ্ববিদ্যালয়ের রিভিয়েরা কালচারাল ফেস্ট-এ ডিআইইউর ১০ শিক্ষার্থী

ভারতের ভিআইটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘রিভিয়েরা কালচারাল ফেস্ট-২০১৮’তে অংশগ্রহণ করেছে বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ১০ শিক্ষার্থী। সাত দিনব্যাপী (১৪ ফেব্রুয়ারি-২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ উৎসবে ড্যাফোডিল শিক্ষার্থীরা নাচ, গান, অভিনয়সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের প্রভিভা তুলে ধরছেন।

ভিআইটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রয়েছে শিক্ষা ও সংস্কৃতি বিনিময় প্রকল্প। এ প্রকল্পের আওতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ‘রিভিয়েরা কালচারাল ফেস্ট-২০১৮’তে অংশ নিয়েছেন। ভারত যাত্রার প্রাক্কালে শিক্ষার্থী দলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সঙ্গে তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সর্বদা মেধা ও যোগ্যতাকে মূল্যায়ন করে থাকে। বিশেষত যেসব শিক্ষার্থী ইতিবাচক কাজকর্ম ও ক্যারিয়ারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে তৎপর তাদের দিকে বিশ্ববিদ্যালয়ের হাত সর্বদা প্রসারিত রাখে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist