আবীর বসাক, বিটেক

  ১৫ ফেব্রুয়ারি, ২০১৮

ঢাকায় আইসিটিএর সভা

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তৃতীয়বারের মতো বস্ত্রশিল্প-বিষয়ক সভা ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল’ (আইসিটিএ) অনুষ্ঠিত হয়।

দেশের বস্ত্র খাতের রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশনাল সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশন ‘বাংলাদেশ টেক্সটাইল টুডে’ এবং ‘দ্য টেক্সটাইল ইনস্টিটিউট’ বাংলাদেশ সেকশন যৌথভাবে কনফারেন্সটির আয়োজন করে। টেক্সটাইল টুডের সম্পাদক-প্রকাশক তারেক আমিন এতে স্বাগত বক্তব্য দেন। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির প্রো-ভিসি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন এসেনশিয়াল ক্লোদিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম খান, ডিভাইন টেক্সটাইল লিমিটেডের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মো. সেলিম রেজা। এ ছাড়া বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা, বায়িং হাউস, টেক্সটাইল ইন্ডাস্ট্রির উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেন সভাতে। সভার মূল প্রতিপাদ্য ছিল প্রতিযোগিতামূলক সুফলের জন্য টেকসই প্রযুক্তি এবং প্রক্রিয়া। মোট দুটি সেশনে বিভক্ত ছিল সভাটি। প্রথম সেশনে টেকসই প্রযুক্তি নিয়ে ও দ্বিতীয় সেশনে প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া বক্তারা আধুনিক প্রযুক্তি, ইটিপির ব্যবহার, ভবিষ্যৎ কৌশল নির্ধারণ, উদ্ভাবন, শ্রমিক নিরাপত্তাসহ বস্ত্র খাতের যাবতীয় বিষয় নিয়ে আলোকপাত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist