reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি, ২০১৮

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে হাওর ফিশারিজের ওপর কর্মশালা

হাওর অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়নের লক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (এসএইউ) মাৎস্যবিজ্ঞান অনুষদে ‘হাওর ফিশারিজ ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি কনসাল্টেশন কর্মশালা ৯ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়। কর্মশালায় সিলেট ও সুনামগঞ্জ জেলার জেলা মৎস্য কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিলেট, মৎস্য অধিদফতরীয় কর্মকর্তা, মৎস্যজীবী সমিতির সদস্য ও নেতারা, হাওরে কর্মরত ওয়ার্ল্ড ফিশ সেন্টার ও এফআইভিডিবির প্রতিনিধি, মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রকল্পের প্রধান গবেষক ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহা. তরিকুল আলমের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ড. মুহাম্মদ মাহমুদুল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড। পরে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা হাওরের মৎস্য সম্পদের টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন বিভাগের সমন্বয়, উন্নয়ন পরিকল্পনায় সংশ্লিষ্ট সব বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তার সংশ্লিষ্টতা, প্রকৃত মৎস্যজীবীদের অগ্রাধিকার, জলমহলের দীর্ঘমেয়াদি ইজারা প্রদান, মৎস্যসম্পদ আহরণে বিভিন্ন ধ্বংসাত্মক পদ্ধতি বন্ধ, কোল মাইন, বালু উত্তোলন, পাথর উত্তোলন ও ভাঙা ইত্যাদির ক্ষতিকারক প্রভাব সম্পর্কে গবেষণা, মৎস্য ব্যবস্থাপনায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ইত্যাদির জন্য সুপারিশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist