বিদেশ ডেস্ক

  ২১ অক্টোবর, ২০১৬

আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে হামলায় নিহত ৩

আফগানিস্তানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে আফগান সেনাবাহিনীর পোশাক পরিহিত বন্দুকধারীদের হামলায় যুক্তরাষ্ট্রের দুই নাগরিক নিহত হয়েছেন। নিহতদের একজন সেনা সদস্য এবং অন্যজন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে বন্দুকধারীকেও গুলি করে হত্যা করা হয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক জোট ন্যাটোর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দওলত ওয়াজিরি জানান, স্থানীয় সময় বুধবার সকাল ১১টার দিকে আন্তর্জাতিক সেনারা কাবুলের একটি ঘাঁটি পরিদর্শনের সময় গোলাগুলির এ ঘটনা ঘটে।

পরে ন্যাটোর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, বন্দুকধারীর গুলিতে মার্কিন বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন এবং এক বেসামরিক নাগরিক আহত অবস্থায় চিকিৎসা নেওয়ার সময় মারা গেছেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, কাবুলের বাইরে মোরহেড ঘাঁটির কাছে আফগান সামরিক বাহিনীর একটি অস্ত্রাগারের গেইটে থাকা মার্কিনিদের গুলি করে ওই বন্দুকধারী। আফগান কমান্ডো ট্রেইনিং এর জন্য ঘাঁটিটি ব্যবহার করা হয়ে থাকে। ২০০১ সালে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

তখন থেকে দেশটিতে মার্কিন সেনারা অবস্থান করছে। নিজ দেশের সেনাদের সুরক্ষায় এবং আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরাতে দেশটির সেনাসদস্যদের এ প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক সময়গুলোতে আফগান নিরাপত্তা বাহিনী ও পুলিশের অভ্যন্তরেই ন্যাটোর সদস্যদের প্রতি বিদ্বেষ দেখা যাচ্ছে। আফগান সেনা পোশাক পরিহিত বন্দুকধারীকে মাঝে মাঝেই বিদেশি সেনাদের লক্ষ্য করে হামলা চালাতে দেখা গেছে। ব্যক্তিগত কোন্দল কিংবা সাংস্কৃতিকভাবে ভুল বোঝাবুঝির কারণে মাঝে মাঝে এ ধরনের হামলা হয়ে থাকে। অনেক সময় তালেবানও আফগান সেনাদের সেই বিদ্বেষকে হাতিয়ার করে থাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist