আন্তর্জাতিক ডেস্ক

  ১২ ডিসেম্বর, ২০১৭

‘আফ্রিকায় ফিরতে পারে ৬ হাজার আইএস’

ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের হয়ে যুদ্ধ করা প্রায় ছয় হাজার আফ্রিকান দেশে ফিরতে পারে। রবিবার আফ্রিকান ইউনিয়নের (এইউ) শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এ বিষয়ে সতর্ক করেন। তিনি এসব জিহাদির হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে এ অঞ্চলের দেশগুলোর প্রতি আহবান জানান। খবর এএফপি’র।

এইউ’র শান্তি ও নিরাপত্তা বিষয়ক কমিশনার ইসমাইল চারগুই বলেন, দেশে ফিরে আসা জঙ্গিদের দমনে এ অঞ্চলের দেশগুলোর পরস্পরকে আন্তরিকভাবে সহযোগিতা করা প্রয়োজন। আলজিয়ার্সে চারগুইয়ের এক বৈঠকের বরাত দিয়ে বার্তা সংস্থা আলজেরিয়া প্রেস সার্ভিস জানায়, মধ্যপ্রাচ্যে এই সন্ত্রাসী গ্রুপে যোগ দেয়া ৩০ হাজার বিদেশি নাগরিকের মধ্যে প্রায় ৬ হাজার আফ্রিকান যোদ্ধা বলে খবর পাওয়া গেছে।

তিনি বলেন, ‘আমাদের এ অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আফ্রিকায় ফিরে আসা এসব জিহাদি একটি বড় হুমকি। ফলে এ হুমকি এড়াতে আফ্রিকার দেশগুলোর মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ ও জোরালো সহযোগিতা প্রয়োজন।’

উল্লেখ্য, ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করে খিলাফত ঘোষণার পর এ সুন্নি জঙ্গি গ্রুপে হাজার হাজার বিদেশি যোদ্ধা যোগ দেয়। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের অব্যাহত অভিযানে উভয় ভূ-খন্ডে জিহাদি গ্রুপ ক্রমেই দুর্বল হয়ে পড়ে। জোটের নেতৃত্বে ইরাকি বাহিনী জিহাদিদের দখলে থাকা সব ভূ-খন্ডের ক্রমান্বয়ে পুনঃনিয়ন্ত্রণ নিয়ে শনিবার ঘোষণা দেয়া হয় যে জিহাদিদের নিয়ন্ত্রণ থেকে ইরাক এখন মুক্ত। এএফপি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist