আন্তর্জাতিক ডেস্ক

  ২১ জুলাই, ২০২০

সংযুক্ত আরব আমিরাতের মঙ্গল মিশনের সফল উৎক্ষেপণ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রথম মঙ্গল মিশনের সফল উৎক্ষেপণ হয়েছে জাপানের একটি মহাকাশ কেন্দ্র থেকে। গতকাল সোমবার জাপানের তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে ইউএইর হোপ মহাকাশযান উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলের পথে থাকা মহাকাশযানটির সাত মাসে ৫০ কোটি কিলোমিটার পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পৌঁছে যানটি লাল গ্রহটিকে প্রদক্ষিণ করবে এবং মঙ্গলের আবহম-ল সম্পর্কে পৃথিবীতে তথ্য পাঠাবে।

উৎক্ষেপণের এক ঘণ্টা পরই মহাকাশযানটি তার সৌর প্যানেলের পাখা বিস্তার করে আর পৃথিবীতে থাকা মিশনের সঙ্গে রেডিও যোগাযোগ চালু করে। পুরো মিশনে মহাকাশযানটির সব যন্ত্রপাতি সৌর শক্তিতে পরিচালিত হবে। বিবিসি জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত গঠনের ৫০তম বার্ষিকীতে হোপের গন্তব্যে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কোনো আরব দেশের মঙ্গলের উদ্দেশে পাঠানো প্রথম মিশন এটি। প্রাথমিকভাবে ১৪ জুলাই এর উৎক্ষেপণের সূচি নির্ধারণ করা হলেও আবহাওয়াজনিত কারণে দুবার তা পেছানো হয়। বর্তমানে আটটি মিশন মঙ্গলে অভিযান চালাচ্ছে। এগুলোর মধ্যে কয়েকটি মঙ্গলকে প্রদক্ষিণ করছে আর বাকিগুলো এর পৃষ্ঠে অবতরণ করেছে। চীন ও যুক্তরাষ্ট্র চলতি বছর মঙ্গলে আরো একটি করে মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করেছে। আমিরাতের অ্যাডভান্স সায়েন্স বিষয়ক মন্ত্রী সারাহ আমিরির ভাষ্য অনুযায়ী, তাদের এই মঙ্গল মিশনে ২০ কোটি ডলার ব্যয় হয়েছে। ২১১৭ সালের মধ্যে মঙ্গলে বসতি স্থাপনের উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। প্রথম আমিরাতি হিসেবে হাজ্জা আল মানসৌরি গত সেপ্টেম্বরে মহাকাশ ভ্রমণ করেন। ওই সময় তিনি পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close