আন্তর্জাতিক ডেস্ক

  ২০ নভেম্বর, ২০১৯

নাইজার সীমান্তে হামলায় মালির ২৪ সৈন্য নিহত

মালির উত্তরাঞ্চলে নাইজারের সীমান্তে সেনাবাহিনীর টহল দলের ওপর হামলায় মালির ২৪ জন সৈন্য নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

গত সোমবারের এ ঘটনায় ১৭ জন জঙ্গিও নিহত হয়েছেন বলে মালি সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির গাও অঞ্চলের তাবানকোর্ট সীমান্তের কাছে জঙ্গিদের বিরুদ্ধে মালি ও নাইজারের সেনাদের যৌথ অভিযানের সময় হামলার ঘটনাটি ঘটে। সেনাবাহিনীর মুখপাত্র দিয়ারান কোনে বলেন, ‘হামলায় মালি বাহিনীর ২৪ জন সৈন্য নিহত ও ২৯ জন আহত হন, পাশাপাশি সামরিক সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়। শত্রুপক্ষের ১৭ জন নিহত হয় ও সন্দেহভাজন ১০০ জনকে আটক করা হয়েছে।’

নাইজারের টিলোয়া থেকে সন্দেহভাজনদের আটক করা হয় বলে মালির সেনাবাহিনীর বরাতে জানিয়েছে বিবিসি।

আক্রমণকারীদের নাম বা তারা কোন গোষ্ঠীর সদস্য কর্তৃপক্ষ তা জানায়নি।

এক টুইটার একাউন্টে মালির সেনাবাহিনী অনেকগুলো অগ্নিদগ্ধ মোটরসাইকেলের ছবি পোস্ট করে ঘটনার সময় ৭০টি মোটরসাইকেল ধ্বংস হয়েছে বলে জানিয়েছে।

চলতি মাসের প্রথমদিকে অপর একটি হামলায় মালি সেনাবাহিনীর ৫৪ জন সৈন্য নিহত হয়েছিল, গত এক দশকের মধ্যে যা অন্যতম প্রাণঘাতী হামলা ছিল।

বছরের শেষ দিকে এসে মালি ও প্রতিবেশী বুরকিনা ফাসোতে সামরিক বাহিনী ও বেসামরিকদের ওপর বেশ কিছু প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর মালির মধ্যাঞ্চলে দুটি সেনা ঘাঁটিতে চালানো সমন্বিত হামলায় ৩৮ জন সৈন্য নিহত হয়।

এর আগে ৬ নভেম্বর বুরকিনা ফাসোতে কানাডীয় স্বর্ণের খনি কোম্পানি সেমাফোর কর্মীদের নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িবহরে চালানো হামলায় ৩৯ জন বেসামরিক নিহত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close