আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ জুন, ২০১৯

ট্যাংকার বিস্ফোরণে দোষারোপ করায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে তেহরানে তলব

ওমান উপসাগরে ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় ইরানকে দায়ী করায় দেশটিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। এর আগে এ ঘটনায় তেহরানকে দায়ী করে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এরপর নিজস্ব গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে গত শুক্রবার যুক্তরাজ্যের পক্ষ থেকেও একই রকমের বক্তব্য আসে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত বৃহস্পতিবার সকালে ওমান উপসাগরে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ হয়। ট্যাংকার দুটির একটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ফ্রন্ট অ্যালটেয়ার এবং অপরটি পানামার পতাকাবাহী কোকুকা কারেজিয়াস। ফ্রন্ট অ্যালটেয়ার নরওয়ের মালিকানাধীন আর কোকুকা জাপানের মালিকানাধীন। বিস্ফোরণের পর দুই ট্যাংকার থেকে ৪৪ জন ক্রুকে উদ্ধার করে ইরানি কর্তৃপক্ষ। বিস্ফোরণের কারণ জানা না গেলেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এর জন্য ইরানকে দায়ী করছে।

নিজস্ব গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে গত শুক্রবার এ ঘটনায় ইরানের সামরিক বাহিনীকে দায়ী করে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এটি প্রায় নিশ্চিত যে ১৩ জুন ইরানের সামরিক বাহিনী দুই ট্যাংকারে হামলা চালিয়েছে। এর সঙ্গে অন্য কোনো রাষ্ট্র বা পক্ষের জড়িত থাকার কোনো আশঙ্কা নেই।

এরপরই ইরানে নিযুক্ত ইরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, তারা যুক্তরাজ্যের বক্তব্যের তীব্র নিন্দ। তারা বলেন, এই অভিযোগ ভিত্তিহীন এবং যুক্তরাজ্যের বক্তব্য মেনে নেওয়া যায় না। ব্রিটিশ রাষ্ট্রদূতের কাছে এটা নিয়ে ব্যাখ্যাও চাওয়া হয়।

এমন সময় নতুন এ বিস্ফোরণের ঘটনা ঘটল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। গত ১২ মে আমিরাতের ফুজাইরা বন্দরে চারটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করে বিস্ফোরণ ঘটানো হয়। তখন সৌদি কর্তৃপক্ষ জানায়, এর মধ্যে তাদের দুটি তেল ট্যাংকার রয়েছে। এছাড়া বিস্ফোরণের লক্ষ্যবস্তু হওয়া চারটি জাহাজের একটি নরওয়েজিয়ান পতাকাবাহী ও একটি আমিরাতের। এ বিস্ফোরণকে ‘অন্তর্ঘাতমূলক হামলা’ বলে উল্লেখ করে আমিরাত কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত দুই সৌদি ট্যাংকারের মধ্যে একটির অপরিশোধিত তেল নিয়ে যুক্তরাষ্ট্রের দিকে যাওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইন্ধনেই ওই হামলা চালানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close