আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ অক্টোবর, ২০১৮

মুম্বাইয়ের ব্যাংক থেকে উধাও ১৪৩ কোটি রুপি

এবার ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি ব্যাংক থেকে ১৪৩ কোটি রুপি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। শুক্রবার সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ করেছে। ঘটনা গত ২ অক্টোবরের। ওইদিন স্টেট ব্যাংক অব মরিশাসের মুম্বাই নরিম্যান পয়েন্টের শাখা থেকে ১৪৩ কোটি রুপি হ্যাক হয়ে যায়। এই শাখার বেশ কয়েকটি অ্যাকাউন্ট হ্যাক করে সেই টাকা বিদেশে বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। বিষয়টি নজরে আসতেই আঁতকে ওঠেন ব্যাংকের কর্মকর্তারা। তারা মুম্বাই পুলিশের ইকনোমিক অফেন্স উইংকে বিষয়টি অবহিত করেন। খবর দেওয়া হয় মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখাও। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। এ ঘটনার সঙ্গে কোনো ম্যালওয়্যার হামলার যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংকের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে গত আগস্ট মাসে মহারাষ্ট্রের পুনের একটি বেসরকারি ব্যাংক থেকে ৯৫ কোটি রুপি হাতিয়ে নেয় হ্যাকাররা। সে ঘটনার তদন্ত এখনো শেষ হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close