আন্তর্জাতিক ডেস্ক

  ১০ আগস্ট, ২০১৮

তেলের দাম ৯০ ডলারের কাছে

আমেরিকার ওপর বাড়ছে চাপ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একতরফা মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। এ অবস্থায় ইরান থেকে তেল আমদানিকারক দেশগুলো বিকল্প ভাবনার জন্য আমেরিকার ওপর চাপ বাড়াচ্ছে।

এরই মধ্যে চীন, ভারত ও তুরস্ক ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছে। জাপানও বলেছে, ইরান থেকে তেল আমদানি অব্যাহত রখার বিষয়টি তারা বিবেচনা করছে।

এসব দেশের বাইরে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করবে না। আগামী ৪ নভেম্বর থেকে ইরানের তেল বিক্রির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা রয়েছে। আমেরিকা বলেছে, বিশ্বের কোনো দেশে ইরানকে তেল বিক্রি করতে দেওয়া হবে না।

কিন্তু তেলের বাজার বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা দিলে এবং প্রতিদিন ২৪ লাখ ব্যারেল তেল উত্তোলনে বাধা সৃষ্টি করা হলে ব্যারেলপ্রতি তেলের দাম ৯০ ডলার ছাড়িয়ে যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close