আন্তর্জাতিক ডেস্ক

  ২১ জুলাই, ২০১৮

‘আমরা সন্ত্রাসবাদীদের টিপস দিই না’

রেস্তরাঁ থেকে খেয়ে বেরিয়ে গিয়েছেন খদ্দের। রেখে যাওয়া টিপস নিতে নির্দিষ্ট টেবিলে গেলেন ওয়েটার খালিল সাভিল। দেখলেন, রেস্তরাঁর বিলে লেখা তাঁর নামের জায়গাটি পেনের কালিতে গোল করে দাগ দেওয়া। পাশে লেখা রয়েছে, ‘আমরা সন্ত্রাসবাদীদের টিপস দিই না।’ চমকে ওঠেন খালিল! গত শনিবারের এই ঘটনার কথা নিজেই ফেসবুকে শেয়ার করেছেন তিনি। লিখেছেন, কর্মজীবনে কখনও এ রকম বিদ্বেষের শিকার হননি তিনি। আমেরিকার টেক্সাসে বর্ণবিদ্বেষের এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। গত শনিবার রাতে রেস্তরাঁর টেবিলে রাখা বিলটি দেখে রীতিমতো চুপ করে গিয়েছিলেন খালিল। ভাবতে পারেননি, তাঁর নাম কিংবা চেহারার কারণে কেউ এ ধরনের মন্তব্য বিলে লিখে রাখতে পারে। ফেসবুকে তিনি এই গোটা ঘটনাটি লেখার পর সেটা ১৯ হাজার শেয়ার করেন নেটিজেনরা। তীব্র নিন্দা করেন এই ঘটনার। ৮ হাজার জন মন্তব্যও করেন খালিলের সমর্থনে। এই ঘটনার পরেই তাঁর রেস্তরাঁয় বর্ণবিদ্বেষী ব্যক্তিদের ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ওই রেস্তরাঁর মালিক। স্পষ্ট ভাবে তিনি জানিয়েছেন, রেস্তরাঁকর্মীদের পাশেই রয়েছেন। ‘আমি খ্রিস্টধর্মে বিশ্বাসী’- এ কথা তাঁর ফেসবুক পোস্টে স্পষ্ট ভাবেই লিখেছেন খালিল। তাঁর কথায়, ‘আমি এক জন অর্ধ কৃষ্ণাঙ্গ-অর্ধ শ্বেতাঙ্গ। খালিল নামে আমার বাবার এক বন্ধু দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। বন্ধুকে মনে রেখেই তিনি আমার নাম খালিল রাখেন। কারণ আরবি ভাষায় খালিল শব্দের অর্থ বন্ধু।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist