আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ ফেব্রুয়ারি, ২০১৮

অলিম্পিক মঞ্চে ট্রাম্প-কিম!

ব্রেকিং নিউজই বটে। যাদের মুখ দেখাদেখি বন্ধ, তারা এক ফ্রেমে ছবি তুলছেন। তা-ও আবার কিম জং উন আর ডোনাল্ড ট্রাম্প। একে-অপরের কট্টরবিরোধী দুই রাষ্ট্রপ্রধান গলা জড়াজড়ি করে ছবি তুলছেন। দেখে চমকেই গিয়েছিলেন সবাই। উচিতও তা-ই। চারপাশে রীতিমতো ভিড় জমে গিয়েছিল। এই নিয়ে স্টেডিয়ামের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। নিরাপত্তারক্ষীরা এক প্রকার এসকর্ট করে নিয়ে যান তাদের। এত কা- ঘটে যাওয়ার পর প্রকাশ্যে আসে আসল তথ্য। আসলে তারা দুজনের কেউই আসল ট্রাম্প বা আসল কিম নন। দুই রাষ্ট্রপ্রধানের মতো দেখতে শুধু। এতটাই এক দেখতে যে, একঝলকে বোঝার উপায় নেই যে তারা আসল নন।

নিরাপত্তারক্ষীরা তাদের সরিয়ে নিয়ে গেলেও স্টেডিয়াম থেকে বের করতে পারেননি। কারণ দুজনের কাছেই ছিল বৈধ টিকিট। কিন্তু পরিস্থিতি এতটাই উত্তেজক হয়ে উঠেছিল, যে নকল কিম হাওয়ার্ড এক্স এবং নকল ট্রাম্প ডেনিস অ্যালেনকে একপ্রকার নজরদারির মধ্যে রাখা হয়েছিল। তারা যাতে কোনোভাবেই কোনো প্রতিযোগীর সঙ্গে কথা বলতে না পারেন এবং মার্কিন ও উত্তর কোরিয়ার প্রতিনিধিদের সংস্পর্শে না আসেন, সেদিকে নজর রাখা হচ্ছিল। স্টেডিয়ামের ভিআইপি করিডর থেকে শতহস্ত দূরে রাখা হয়েছিল তাদের। কারণ সেখানে সেদিন উপস্থিত ছিলেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স এবং কিমের বোন ইও জং।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist