আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ জানুয়ারি, ২০১৮

হাঙর রক্ষায় বাড়ছে চাঁদার পরিমাণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাঙর ঘৃণা করেন এমন কথা চাউর হওয়ার পর লোকজন হাঙর রক্ষায় নিয়োজিত আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠানগুলোতে বেশি বেশি চাঁদা দেওয়া শুরু করেছে। গত শুক্রবার প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের অভিনেত্রী স্ট্রমি ড্যানিয়েলের একটি সাক্ষাৎকার ছাপায় সাপ্তাহিক ইন টাচ, ওই সাক্ষাৎকারে ট্রাম্পের হাঙর অপছন্দ করার বিষয়টি প্রকাশ পায় বলে জানিয়েছে বিবিসি।

সাক্ষাৎকারে ড্যানিয়েল দাবি করেছেন, কয়েক বছর আগে তিনি ও ট্রাম্প ডিসকভারি চ্যানেলে ‘শার্ক উইক’ দেখার পর ট্রাম্প বলেন, ‘আমি সব ধরনের দাতব্য প্রতিষ্ঠানে দান করেছি, কিন্তু হাঙরকে সহায়তা করে এমন কোনো দাতব্য প্রতিষ্ঠানে আমি কখনোই দান করিনি।’ এ সময় ট্রাম্প নাকি বলে ওঠেন, ‘আমি চাই সব হাঙর মরে যাক।’ ট্রাম্প হাঙরকে ‘ভয় পান’ ও হাঙর নিয়ে ‘আতঙ্কে ভোগেন’ বলেও দাবি করেছেন তিনি। সাক্ষাৎকারটি প্রকাশ হওয়ার পর থেকেই হাঙর রক্ষার জন্য নিবেদিত গোষ্ঠীগুলো চাঁদার পরিমাণ বৃদ্ধির বিষয়টি লক্ষ্য করে। এর মধ্যে এক দাতার পাঠানো অর্থের সঙ্গে একটি বার্তাও আসে, তাতে লেখা ছিল, ‘ট্রাম্পের কারণে।’ আটলান্টিক হোয়াইট শার্ক কনজারভেন্সি এবং সি শেফার্ড কনজারভেশন সোসাইটি মার্কেটওয়াচকে জানিয়েছে, হঠাৎ করেই তাদেরকে দেওয়া অনুদানের পরিমাণ বেড়ে গেছে। আটলান্টিক হোয়াইট শার্ক কনজারভেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা সিন্থিয়া উইলগ্রেন ফিন্যান্সিয়াল নিউজ ওয়েবসাইটকে বলেন, ‘বেশির ভাগ লোকই ভয় পায় এমন একটি প্রাণীর জন্য অর্থ সংগ্রহ করা সত্যিই বেশ কঠিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist