reporterঅনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি, ২০১৭

স্কুলে ঢুকে হামলা

ময়মসিংহের ঈশ্বরগঞ্জে উচাখিলা স্কুল অ্যান্ড কলেজে বহিরাগতদের হামলায় দুই কর্মচারী আহত হয়েছেন। স্কুলের গেটে গতকাল বৃহস্পতিবার এক ছাত্রকে মারধরের ঘটনায় এ ঘটনা ঘটে। উপজেলার উচাখিলা স্কুল অ্যান্ড কলেজে সকাল ১০টায় শ্রেণিকক্ষে প্রতিদিনের মতো পাঠদান শুরু হয়। এ সময় এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্র প্রতিষ্ঠানের কলেজের পোশাক ছাড়া ভেতরে প্রবেশ করতে চায়। কিন্তু গেটে দায়িত্বরত ল্যাব সহকারী আমিনুল ইসলাম তারা মিয়া ওই ছাত্রকে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশে বাধা দেন। ওই সময় ছাত্রটি জোর করে প্রতিষ্ঠানে প্রবেশের চেষ্টা করে। এ সময় তারা মিয়া ছাত্রটিকে একটি থাপ্পড় দেন। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির অন্যান্য এইচএসসি পরীক্ষার্থী ক্ষিপ্ত হলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ছাত্রদের নিয়ে বসে বিষয়টি মিটমাট করে দেন। ছাত্ররা বেরিয়ে যাওয়ার পর কিছু বহিরাগত লোক স্কুলের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে অধ্যক্ষের কার্যালয়ে ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় গেটে দায়িত্বরত ল্যাব সহকারী আমিনুল ইসলাম ও অধ্যক্ষের কার্যালয়ে দায়িত্বরত আয়া কৃষ্ণা রাণী আহত হন। এদিকে বহিরাগত লোকজন অধ্যক্ষের কার্যালয়ে এসে হামলা চালানের দৃশ্য দেখে প্রতিষ্ঠানটির অন্য শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়। ওই অবস্থায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের ভেতরে তালাবন্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

অধ্যক্ষ আবদুল হালিম বলেন, কলেজের পোশাক ছাড়া ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়ায় গেটে দায়িত্ব পালন করা কর্মচারীর সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে। এর জের ধরে তার কার্যালয়ে একদল বহিরাগত হামলা চালায়।

ঈশ্বরগঞ্জ থানার এস আই গোলাম মাওলা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist