পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০১৯

জটিল রোগে আক্রান্ত ২ সহোদর বাঁচতে চায়

ইব্রাহিম খলিল উল্লাহ (১৬) ও আবু হুরায়রা (৮) হতভাগ্য দুই সহোদর। খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামে তাদের জন্ম। বাবা হতদরিদ্র আবু মুছা গাজী ও মা লাভলী আক্তার। ইব্রাহিম ও হুরায়রা দুই ভাইয়ের জন্ম হয় দরিদ্র পরিবারে। আবার দুজনই জটিল রোগে আক্রান্ত। ইব্রাহিম মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়া অবস্থায় গত বছর রমজান মাসে একটি গরু তার পায়ে আঘাত করে। পরে তার বাম পাটি কেটে ফেলতে হয়। ডান পা ব্যবহার করে যে কোনো রকমে চলবে, সেই উপায়ও নেই ইব্রাহিমের। বাম পাটি কেটে ফেলার পর ডান পাটি ফুলে অকেজো হয়ে পড়েছে। এ ছাড়া অজ্ঞাত জটিল রোগে আক্রান্ত হয়ে তার শরীর চিকন হয়ে গেছে। অনুরূপভাবে ইব্রাহিমের ছোট ভাই আবু হুরায়রা জন্মের এক বছর পর থেকে লিভারের সমস্যায় ভুগছে। রক্তশূন্যতায় তার শরীর চিকন হয়ে গেছে। প্রতি মাসে রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা ইব্রাহিমকে উন্নত চিকিৎসা এবং হুরায়রাকে অপারেশন করার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের দুই ভাইয়ের চিকিৎসার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন, যা তার দরিদ্র বাবা-মায়ের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। বর্তমানে ইব্রাহিম ও হুরায়রাকে নিয়ে মানবেতর জীবনযাপন করছে দরিদ্র পরিবারটি। এ অবস্থায় দুই ছেলের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ-বিদেশের হৃদয়বান ব্যক্তিদের সাহায্যের আবেদন জানিয়েছেন হতদরিদ্র বাবা-মা। তাদের প্রত্যাশাÑ হয় সরকার, না হয় দেশের কোনো ধনবান ব্যক্তি এই শিশুদের চিকিৎসায় সাহায্যের হাত বাড়াবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close