গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

  ২০ আগস্ট, ২০১৯

সীমান্ত সম্মেলন

৫২ কর্মকর্তার শিলং গমন

বাংলাদেশ ও ভারতের সীমান্ত সমস্যা নিয়ে শিলংয়ে আয়োজিত দ্বিপক্ষীয় সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন ৭ জেলার জেলা প্রশাসক, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশ, বিজিবি, পানি উন্নয়ন বোর্ড, কাস্টমস ও নারোটিকস বিভাগের ৫২ জন কর্মকর্তা।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরের নেতৃত্বে সিলেটের তামাবিল ইমিগ্রেশন হয়ে ভারতের ডাউকি চেকপোস্ট দিয়ে ভারতের মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেন সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ ও শেরপুর জেলার জেলা প্রশাসকসহ কর্মকর্তারা। আজ মঙ্গলবার ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধ, মাদক ও গরু পাচারসহ চোরাচালান বন্ধ, বর্ডার হাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ অভিন্ন বেশকিছু সীমান্ত সমস্যা নিয়ে ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হবে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন (পিপিএম)। সম্মেলন শেষে আগামীকাল বুধবার প্রতিনিধিদলটি তামাবিল দিয়ে বাংলাদেশে ফিরবেন বলেও জানান তিনি।

সিলেটের ৮ সদস্যের টিমে রয়েছেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন (পিপিএম), ৪৮ বিজিবি সিলেটের পরিচালক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়–য়া, গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সুমাইয়া ফেরদৌস ও নারোটিকস বিভাগের অতিরিক্ত পরিচালক মলয় ভুষণ চক্রবর্তী।

সুনামগঞ্জের ৮ সদস্যের টিমে রয়েছেন জেলা প্রশাসক মো. আবদুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ২৮ বিজিবি সুনামগঞ্জের পরিচালক লে. কর্নেল মো. মাকসুদুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মকলেছুর রহমান, ইউএনও বিশম্ভরপুর সমির বিশ্বাস ও ইউএনও সুনামগঞ্জ সদর ইয়াসমিন নাহার রুমা।

নেত্রকোনার ৬ সদস্যের টিমে রয়েছেন জেলা প্রশাসক ময়েনুল ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুনশি, ৩১ বিজিবি নেত্রকোনার পরিচালক লে. কর্নেল মো. শাহজাহান সিরাজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ, ইউএনও কলমাকান্দা মো. জাকির হোসেন ও ইউএনও দুর্গাপুর ফারজানা খানম।

ময়মনসিংহের ৮ সদস্যের টিমে রয়েছেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, ৩৯ বিজিবি ময়মনসিংহের পরিচালক লে. কর্নেল শহীদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মাদ শের মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কান্তি বসাক, ইউএনও হালুয়াঘাট রেজাউল করিম, ইউএনও ধোবাউরা রফিকুজ্জামান ও নারোটিকস বিভাগের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা।

শেরপুরের ৬ সদস্যের টিমে রয়েছেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম এহসানুল মামুন, ইউএনও ঝিনাইগাতি রুবেল মাহমুদ, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার (বিডব্লিউডিবি) জামালপুর মাজহারুল ইসলাম এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান।

জামালপুরের ৭ সদস্যের টিমে রয়েছেন জেলা প্রশাসক আহমেদ কবির, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সোহেল মাহমুদ, ইউএনও দেওয়ানগঞ্জ মোহাম্মদ গোলাম মোস্তফা ও নারোটিকস বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ নেওয়াজ।

কুড়িগ্রামের ৮ সদস্যের টিমে রয়েছেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিজিবির ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. আনোয়ারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান, ইউএনও চর রাজিবপুরের মেহেদী হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, নারোটিকস বিভাগের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন, রৌমারী কাস্টমস এক্সসাইজ অ্যান্ড ভ্যাট সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা আফতারুল ইসলাম ও ভূমি রেকর্ড বিভাগ ঢাকার কানুনগো মো. আবদুল কাদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close