আদালত প্রতিবেদক

  ০৭ আগস্ট, ২০১৯

হলি আর্টিজান হত্যাকাণ্ড

তিনজনের সাক্ষ্য গ্রহণ, পরবর্তী দিন ২০ আগস্ট

আলোচিত গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাকা-ের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার তিনজনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২০ আগস্ট ধার্য করা হয়েছে।

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান আদালতে মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এদিন ট্রাইব্যুনালে তিনজন পুলিশ সাক্ষী উপস্থিত হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহাঙ্গীর আলম চৌধুরী জানান এ মামলায় এ পর্যন্ত ৮৮ জনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়েছে। সাক্ষ্য শেষে তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২০ আগস্ট দিন ধার্য করেন।

মঙ্গলবার এ আদালতে সাক্ষী দেন খিলগাঁও থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন কবীর, উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক জয়নুল আবেদিন ও পুলিশ কনস্টেবল আশরাফুল আলম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close