পার্থ মুখোপাধ্যায়, কলকাতা থেকে

  ১৬ জুলাই, ২০১৯

অনগ্রসরদের স্বার্থ রক্ষায় কেন্দ্রের পথেই হাঁটলেন মমতা

কেন্দ্রের পথে হেঁটে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, ভিন্ন জাতি-গোষ্ঠী ও আর্থিক ও সামাজিকভাবে অনগ্রসরদের জন্য সংরক্ষণে বেশি সাহসী হতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্রের পথে হেঁটে আর্থিক আয়ের ঊর্ধ্বসীমা ৮ লাখ টাকাই রাখা হয়েছে এ ক্ষেত্রে। গতকাল সোমবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে জারি এক নির্দেশিকায় রাজ্য সরকারি চাকরি ও শিক্ষায় সুবিধাবঞ্চিতদের জন্য রাষ্ট্রীয় চাকরি সংরক্ষণের শর্ত নির্ধারিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কেন্দ্রের সঙ্গে মিলে যাচ্ছে রাজ্যের যাবতীয় শর্ত। নির্দেশিকায় জানানো হয়েছে, ৮ লাখ টাকা বা তার কম বার্ষিক আয়, এমন পরিবারের ছেলে বা মেয়েরা পাবেন এই সংরক্ষণের সুবিধা। পাশাপাশি, অবশ্যই পরিবারের মালিকানাধীন জমির পরিমাণ পাঁচ একরের বেশি হতে পারবে না। তা ছাড়া শহর বা শহরতলিতে ১,০০০ স্কোয়ারফিট বা তার থেকে বড় ফ্ল্যাট থাকলেও মিলবে না সংরক্ষণ। এরই মধ্যে যারা তফসিলি জাতি-উপজাতি বা অন্য অনগ্রসর শ্রেণিভুক্ত সংরক্ষণের আওতায় যারা পড়েন তারা পাবেন না এই সংরক্ষণের সুবিধা। সবকটি শর্ত পূরণ করলে তবেই মিলবে সংরক্ষণ।

লোকসভা নির্বাচনের আগে সংসদে ১২৪তম সংবিধান সংশোধন করে উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করে নরেন্দ্র মোদির সরকার। ভোটে বিজেপির বিপুল জয়ের পর একই পথে হেঁটেছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। পশ্চিমবঙ্গে বিধানসভায় মন্ত্রিসভার এক বৈঠকে রাজ্যেও সাধারণ শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্তে স্বাক্ষর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। তবে রাজ্যের সংরক্ষণের শর্ত কী হবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। শর্ত প্রকাশের পর দেখা যাচ্ছে অবিকল কেন্দ্রের পথেরই পথিক, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close