নিজস্ব প্রতিবেদক

  ১৪ মার্চ, ২০১৯

দুই চীনার কাছে মিলল সাড়ে ৫ কেজি সোনা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই চীনা যাত্রীর কাছ থেকে ৫ কেজি ৫৬০ গ্রাম ওজনের ৪৮ সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস (ডিসিএইচ)। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ২ কোটি ৭৯ লাখ টাকা মূল্যের এসব সোনা জব্দ করা হয়। চীনা নাগরিকরা হলেন চেনজিফা (২৯) ও ডিং শোসেং (৩৫)।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার অথেলো চৌধুরী জানান, সকালে শারজাহ থেকে ঢাকায় আসেন দুই চীনা নাগরিক। তথ্য ছিল তাদের কাছে পাচারের জন্য অবৈধ সোনা আছে। তারা উড়োজাহাজ থেকে নামলে ৯ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে তাদের অনুসরণ করেন কাস্টমস কর্মকর্তারা। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাদের চ্যালেঞ্জ করা হয়। কিন্তু স্বর্ণ থাকার কথা তারা অস্বীকার করেন। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা লাগেজ স্ক্যান করা হলে ধাতব পণ্যের ইমেজ পাওয়া যায়। পরে তাদের কাছে থাকা দুটি সোলার সিস্টেমের যন্ত্র খুলে ব্যাটারির ভেতরে লোকানো ২৪টি করে ৪৮টি (প্রতিটি ১০ তোলা) সোনার বার জব্দ করা হয়। জব্দ করা সোনাগুলোর রসিদ (ডিএম) বানিয়ে কাস্টম হাউসে জমা রাখা হয়েছে। আটক দুই চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close