জবি প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৯

জবিতে ছাত্রলীগের হামলায় সাংবাদিক আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের স্থগিত কমিটির সশস্ত্র হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত কয়েকজন সাংবাদিক। সোমবার দুপুর ১২টা থে?কে ছাত্রলীগের নতুন কমিটি প্রত্যাশীদের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার পর দুপুর সাড়ে ৩টার দিকে তরিকুল-রাসেল গ্রুপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তথ্য সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিককে রামদা দিয়ে মাথায় আঘাত করা হয়। জানা গেছে, নতুন কমি?টি প্রত্যাশীরা বিকাল ৩টার দিকে বাহাদুর শাহ পার্কের দিকে এবং তরিকুল রাসেলের কর্মীরা মূল ফটকের কাছে অবস্থান নেয়। তরিকুল রাসেলের কর্মীরা এ সময় এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

তরিকুলের ওরফে দাদা গ্রুপের ৭ম ব্যাচের তরিকুল রিমন, ৯ম ব্যাচের লিখন, ৭ম ব্যাচের মাসুম বিল্লাহ, তৌসিফ মাহবুব সোহান, এস কে মিরাজ, শাহরিয়ার শাকিল, কম্পিউটার সাইন্সের ফাহিম, মনোবিজ্ঞানের আবিদ আল হাসান, সমাজকর্ম ১২ ব্যাচের কিবরিয়া, পদার্থবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের ডেবিট, সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচের মুসা, মফিজুর রহমান হামিম, শাহরুখ শোভন, মিলন মাহফুজসহ প্রায় ৫০ জন হাতে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, হাতুড়ি, পিস্তল, শটগান নিয়ে হামলায় নেতৃত্ব দেয়।

অপরদিকে সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন রাসেলের কর্মীদের মধ্যে ৫ম ব্যাচের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল, ৯ম ব্যাচের শাকিল, ফারুক, ৮ম ব্যাচের আলী হাসান, ৭ম ব্যাচের নাদিম, ৯ম ব্যাচের মারুফ, কামরুল, ১০ ব্যাচের তানভীর হাতে চাপাতি, কুড়াল, হকিস্টিক, হাতুড়ি, শটগান ও পিস্তল নিয়ে হামলার নেতৃত্ব দেন।

এ সময় তথ্য সংগ্রহ কর?তে গে?লে রামদা দি?য়ে আঘাত করা হয় দৈ?নিক সংবা?দের সাংবাদিক রা?কিবুল ইসলামের মাথায়। এছাড়াও মাথায় আঘাতের শিকার হন দৈ?নিক সমকা?লের লতিফুল ইসলাম, বি?ডি ২৪ রিপোর্ট ডটক?মের সানাউল্লাহ ফাহাদ, জয়নুল আবেদীনসহ ৭ জন সাংবাদিক। হামলা চলাকালে তারা বেশ কয়েকটি ককটেল ও আগ্নেয়াস্ত্রের এলোপাতাড়ি বিস্ফোরণ ঘটায়। মুহূর্তে ক্যাম্পাসের আশপাশে বিভিন্ন স্থানে উভয় গ্রুপের শতাধিক নেতাকর্মী বিভক্ত হয়ে অবস্থান নেয়। ফলে আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে।

ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জবি ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, ক্যাম্পাসে কি হচ্ছে তা আমরা জানি না। এটা জানার কথা কেন্দ্রীয় ছাত্রলীগের। কারা কি করছে সেটার দায় আমাদের ওপর এখন বর্তায় না। এ সময় তিনি সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। অন্যদিকে সভাপতি তরিকুল ইসলামকে ফোন দেওয়া হলে তিনি সংযোগটি কেটে দেন।

বিষয়টি নিয়ে জবি প্রক্টর নূর মোহাম্মদকে একাধিকবার মোবাইল ফোনে কল দেওয়া হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি রেজওয়ানুল হক শোভন বলেন, সাংবাদিকদের ওপর আঘাত অত্যন্ত দুঃখজনক। তাদের (জবি ছাত্রলীগ) একবার স্থগিত করে সংশোধনের সুযোগ দিয়েছি। এ ব্যাপারে তদন্ত করে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close