নিজস্ব প্রতিবেদক

  ২১ অক্টোবর, ২০১৮

ক্ষমতায় গেলে সাত দিনের মধ্যে ডিজিটাল আইন বাতিল : মওদুদ

বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে সাত দিনের মধ্যে বর্তমান সরকারের করা ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ ও ‘সম্প্রচার নীতিমালা’ বাতিল করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির নেতা মওদুদ আহমদ। গতকাল শনিবার এক মানববন্ধনে তিনি বলেন, ‘এই দুই আইনের মাধ্যমে আমাদের সংবাদপত্র ও গণমাধ্যম আর স্বাধীনভাবে সংবাদ পরিবেশ করতে পারবে না। কারণ হাত-পা বেঁধে দেওয়া হয়েছে, এখন মুখও বেঁধে দেওয়া হয়েছে। বাকস্বাধীনতা বলতে যেটা বোঝায়, আমাদের সংবিধানের যে মৌলিক অধিকার, সেটা আজকে কেড়ে নেওয়া হয়েছে।’ ২১ অগাস্ট গ্রেনেড মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন সাজার প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগ জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়।

মওদুদ বলেন, ‘আপিলে তারেক রহমান অবশ্যই সফল হবেন এবং হাইকোর্টের বিচারে তাকে নির্দোষ বলে খালাস দেওয়া হবেÑএই বিশ্বাস আমরা রাখি।’ আওয়ামী লীগের বর্তমান সরকারের পতন ঘটাতে সারা দেশে গ্রামগঞ্জে জাতীয় ঐক্যফন্টের ডাক পৌঁছে গেছে মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, ‘সব দল-মতকে নিয়ে এটি একটি জাতীয় ঐক্য এবং এর মাধ্যমে সরকারের পরিবর্তন আনা হবে, সরকারকে বাধ্য করা হবে সংলাপে বসতে এবং এ সরকারকে বাধ্য করা হবে সংসদ বাতিল করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান করার জন্য।’ এই ঐক্য দিন দিন আরো জোরদার হবে এবং আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা হবে বলেও মন্তব্য করেন মওদুদ। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় এ মানববন্ধন কর্মসূচিতে মহিলা দলের নূরজাহান ইয়াসমীন, জেবা খান, রাজিয়া আলীম, পেয়ারা মোস্তফা, শামসুন্নাহার ও আমেনা খাতুন বক্তব্য দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close