নিজস্ব প্রতিবেদক

  ১২ সেপ্টেম্বর, ২০১৮

অবৈধ গ্যাস ব্যবহার

সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

অবৈধভাবে গ্যাস ব্যবহার ও কারচুপি রোধে পেট্রোবাংলার তিতাস কোম্পানির বিশেষ পরিদর্শন, সংযোগ বিচ্ছিন্নকরণ ও অবৈধ লাইন অপসারণের অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় গাজীপুর এলাকায় গত ২ আগস্ট মেসার্স কামাল ইঞ্জিনিয়ারিং লি. -এর গ্যাস সংযোগ স্থায়িভাবে বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা করা হয় এক অভিযানে। বকেয়া বিলের কারণে গত ২৯ আগস্ট সাভার এলাকায় মেসার্স ডানা সুয়েটার লি. (শিল্প ও ক্যাপটিভ), টাংগাইল এলাকায় পোড়াবাড়ি মিষ্টান্ন ভান্ডার ও ইসলামিয়া হোটেল, নারায়ণগঞ্জ এলাকায় ৬ আগস্ট মেসার্স দেশ ইন্ডাস্ট্রিজ লি., ১৬ আগস্ট জেএন অ্যাপারেলস, ২৯ আগস্ট বোবাস্ট অ্যাপারেলস্, ৩০ আগস্ট ভাইকিং ডিজাইন (প্রা.) লি.-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গত ২০ আগস্ট বন্দর এলাকায় মেসার্স কদম রসুল সল্ট ইন্ডাস্ট্রিজ লি.-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে সাভার এলাকায় ১ আগস্ট ২” ব্যাসের ৮,২০৩ ফুট, গাজীপুর বিভিন্ন এলাকায় ২, ৫, ৭, ১৩ ও ২৯ আগস্ট ৩/৪”, ১” ও ২” ব্যাসের ৯১,০২৩ ফুট, ১৬ আগস্ট বন্দর এলাকায় ২” ব্যাসের ১৬,৪০৪ ফুট, কোনাবাড়ী এলাকায় ৬ ও ৮ আগস্ট ৩/৪”, ১” ও ২” ব্যাসের ১৮,৩৭৩ ফুট এবং কোম্পানির বিভাগীয় টিম ডেমরা এলাকায় ১৩ আগস্ট ৩/৪” ও ১” ব্যাসের ৬২০ ফুটসহ সর্বমোট ১,২৬,৪২০ ফুট, অর্থাৎ ৩৮.৫৩ কিমি অবৈধভাবে স্থাপিত গ্যাস পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন/অপসারণ করা হয়। গাজীপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আগস্ট মাসে অবৈধ গ্যাস ব্যবহারকারীদেরকে সর্বমোট ২ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেন। তাছাড়া অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে ৯ আগস্ট গাজীপুরে ৮টি এফআইআর দায়ের করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close