নিজস্ব প্রতিবেদক

  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

ডিএমপির মাদকবিরোধী অভিযান

একদিনে গ্রেফতার ৬২ জন

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। সারা দেশে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। থানা পুলিশের সঙ্গে মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরাও এ অভিযানে অংশ নেয়।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার ভোর ৬টা থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী বিশেষ এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে ৬২ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮ হাজার ৯৬৩টি ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৫৫৪ গ্রাম হেরোইন, ১২ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ১৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৪৩টি মামলা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close