ঢাবি প্রতিনিধি

  ০৬ মে, ২০১৮

দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী

পাহাড়ে অশান্তি সৃষ্টিকারী দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে খুব অল্প সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল শনিবার বাংলা একাডেমিতে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। পাহাড়ে খুন-খারাবির সঙ্গে জড়িত দুষ্কৃতদেরও আইনের আওতায় আনা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা দর্পণ পত্রিকার সম্পাদক ভাস্কর অলি মাহমুদ। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি হাসান নিটোল এবং বাংলা দর্পণের উপদেষ্টা মাহফুজুর রহমান খান।

অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য দুইজনকে মরণোত্তর সম্মাননাসহ ১০ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন চিত্রশিল্পী অধ্যাপক মর্তুজা বশির, সাহিত্য গবেষক অধ্যাপক ড. সফিউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধো অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী, সমাজসেবায় রঞ্জিত কুমার সাহা (মরণোত্তর), শিক্ষা বিকাশে থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা, সংগীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লীনা তাপসী খান, সাংবাদিকতায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসিন, চিকিৎসায় ড. আমানুর রহমান খান (মরণোত্তর), ক্রীড়া সংগঠনে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অহিদুল হক আসলাম সানী এবং উদ্যোক্তা বিভাগে মো. শেখ সাদী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist