reporterঅনলাইন ডেস্ক
  ১৮ নভেম্বর, ২০১৭

দুই ক্যারিবীয় ঝড়ে ঢাকার সংগ্রহ ২০১

মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলমান আসরে প্রথমবার মুখোমুখি হয় ঢাকা ও রাজশাহী। দুপুর একটায় মাঠে নামে দু’দল। ৭ উইকেট হারিয়ে ঢাকা সংগ্রহ করে ২০১ রান। ডায়নামাইটসদের ব্যাটিং উদ্বোধন করেন এভিন লুইস আর শহীদ আফ্রিদি। ৮ বলে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ১৫ রান করে বিদায় নেন আফ্রিদি। আরেক ওপেনার লুইস করেন ইনিংস সর্বোচ্চ ৬৪ রান। তার ৩৮ বলের ইনিংসে ছিল ১০টি চার আর একটি ছক্কার মার।

তিন নম্বরে নামা জহুরুল হকের ব্যাট থেকে আসে ১৩ রান। ৬ বল খেলে একটি করে চার ও ছক্কায় জহুরুল তার ইনিংস সাজান। ৯ বলে ৬ রান করে দ্রুত সাজঘরে ফেরেন নাদিফ চৌধুরি। ১১ বলে একটি ছক্কায় ১১ রান করে নাদিফের পথ ধরেন ঢাকার দলপতি সাকিব। কুমার সাঙ্গাকারা ২২ বলে ২৮ রান করে শেষ ওভারে বিদায় নেন।

আরেক ক্যারিবীয় খেলোয়াড় পোলার্ড মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। ২৫ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন। ৩টি ছক্কা ও ৫টি চারে এই ইনিংস সাজান তিনি। সুনীল নারাইন শেষ বলে বোল্ড হন (০ রান)।

রাজশাহীর স্পিনার মেহেদি হাসান মিরাজ ৪ ওভারে ৩১ রান খরচায় তুলে নেন দুটি উইকেট। হাবিবুর রহমান ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে পান একটি উইকেট। হোসেন আলি ৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন তিনটি উইকেট। সামিত প্যাটেল ১টি উইকেট পান। ফরহাদ রেজা, জেমস ফ্রাঙ্কলিন কোনো উইকেটের দেখা পাননি।

এর আগে পাঁচটি ম্যাচ খেলেছে সাকিব-আফ্রিদিরা। যেখানে তিনটি জয় ও একটি ম্যাচে হেরেছে। বৃষ্টির কারণে এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে দলটি। ঢাকার পয়েন্ট সাত। অন্যদিকে রাজশাহীও সমান পাঁচটি ম্যাচ খেলেছে। যেখানে সাত দলের মধ্যে তাদের অবস্থান পাঁচে। দুটি জয় ও তিনটি ম্যাচে হেরেছে মুশফিক-স্যামিরা।

ঢাকা ডায়নামাইট : সাকিব আল হাসান, সাদ্দাম হোসেন, কুমার সাঙ্গাকারা, মোসাদ্দেক হোসেন, এভিন লুইস, শহীদ আফ্রিদি, সুনিল নারাইন, আবু হায়দার, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, কাইরন পোলার্ড।

রাজশাহী কিংস : মুশফিকুর রহিম, মুমিনুল হক, ফরহাদ রেজা, ড্যারেন স্যামি, সামিত প্যাটেল, মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান, রনি তালুকদার, জেমস ফ্র্যাঙ্কলিন, হোসেন আলী, হাবিবুর রহমান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিপিএল,ঢাকা ডাইনামাইটস,রাজশাহী কিংস,পোলার্ড,আফ্রিদি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist