reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি, ২০১৭

ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল

শেষ টেস্ট ম্যাচ খেলতে ক্রাইস্টচার্চে পা রেখেছে বাংলাদেশ দল। স্থানীয় সময় বেলা ১.১৫টায় ক্রাইস্টচার্চ পৌঁছায় মুশফিকরা। শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে আসছে এমন খবর শুনেই বিমানবন্দরে হাজির হন সমর্থকরা। কারো হাতে ফুল, কেউ আবার এসেছেন জাতীয় পতাকা হাতে। কারো গায়ে প্রিয় ক্রিকেটারের জার্সি। অপেক্ষা কখন আসবে সাকিব-তামিমরা।

এদিকে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। এখানেই শেষ নয়, হারের সঙ্গী হয়েছে বিব্রতকর এক রেকর্ডও। প্রথম ইনিংসে ৫৯৫ রান করে এরআগে টেস্টে কোনো দলই হারেনি। ড্র হয়েছে ৩৭ বার।

যেখানে শুরু সেখানেই শেষ হবে নিউজিল্যান্ড সফর। এরআগে গত ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হয় টাইগারদের নিউজিল্যান্ড মিশন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ ও নিউজিল্যান্ড,মুশফিক,ক্রাইস্টচার্চ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist