reporterঅনলাইন ডেস্ক
  ০২ মে, ২০২০

কৃষকদের হার্ভেস্টার মেশিন দিচ্ছেন মাশরাফি

সারাদেশে করোনাভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। তবে টাকার অভাবে ও শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না কৃষক। বোরো মৌসুমে পাকা ধান ঘরে উঠানো নিয়ে দুঃচিন্তায় কৃষক।

এমন পরিস্থিতিতে নড়াইলের কৃষকদের পাশে দাঁড়িয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজ অর্থায়নে দ্রুত ও সহজে ধান কাটার উপযোগী ৪টি হারভেস্টার মেশিন দিচ্ছেন কৃষকদের। এই মেশিন দিয়ে দ্রুত ধান কেটে ঘরে তোলা সম্ভব।

শ্রমিকের অভাবে কৃষকরা দুশ্চিন্তায় ছিলেন- বৃষ্টি, কালবৈশাখী বা অন্য কোনো কারণে জমির ধান নষ্ট হয়ে যায় কি না। নড়াইলের কৃষকদের এই দুর্ভাবনার কথা ভেবে মাশরাফি কৃষি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ৪টি হারভেস্টার মেশিন দিচ্ছেন।

মাশরাফির দেয়া ৪টি হারভেস্টার মেশিনের একটি ইতোমধ্যে নড়াইলে পৌঁছেছে। বাকি তিনটি মেশিনও শিগগিরই পৌছে যাবে বলে জানান নড়াইল এক্সপ্রেস।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাশরাফি,নড়াইল,কৃষক,হার্ভেস্টার মেশিন,ধান কাটা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close