reporterঅনলাইন ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি, ২০২০

দারুন শুরুর পর মুমিনুলের সেঞ্চুরি

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিন ব্যাট করছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে ৩ উইকেটে ২৪০ রান করা বাংলাদেশ তৃতীয় দিনে শুরুটা করে দারুনভাবে। অধিনায়ক মুমিনুল এরইমধ্যে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। জিম্বাবুয়ে তাদের ১ম ইনিংস শেষ করেছে ১০৬.৩ ওভারে ২৬৫ রান করে।

অধিনায়ক হিসেবে বিবর্ণ শুরুর পর ক্রমেই নিজেকে ফিরে পাচ্ছেন মুমিনুল হক। ভারত সফর একদমই ভালো কাটেনি। পাকিস্তানে থিতু হতে পেরেছিলেন কিন্তু দুটি সম্ভাবনাময় ইনিংসকে দিতে পারেননি পূর্ণতা। দেশের মাটিতে নেতৃত্বর অভিষেকে পেলেন তিন অঙ্কের দেখা।

ডোনাল্ড টিরিপানোকে দারুণ এক কাভার ড্রাইভে বাউন্ডারিতে সেঞ্চুরিতে পৌঁছান মুমিনুল। টেস্টে বাঁহাতি এই ব্যাটসম্যানের এটি নবম সেঞ্চুরি। স্পর্শ করলেন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি নয় সেঞ্চুরি করা তামিম ইকবালকে।

২০৮ মিনিটে ১৫৬ বলে তিন অঙ্ক ছোঁয়ার পথে মুমিনুলের ব্যাট থেকে এসেছে ১২টি চার।

ফেরার ম্যাচে ফিফটি করলেন মুশফিকুর রহিম। ভিক্টর নিয়াউচির বলে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের বাউন্ডারিতে মুমিনুল হকের সঙ্গে তার জুটির রান ছুঁয়েছে তিন অঙ্ক। শেষ খবর হলো- ৮৬ ওভারে বাংলাদেশের স্কোর ৩০৪/৩। মুশফিক ৭০ ও মুমিনুল ১০৩ রানে ব্যাট করছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ-জিম্বাবুয়ে,মুমিনুল,সেঞ্চুরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close