reporterঅনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি, ২০২০

জিম্বাবুয়েকে দ্রুত গুটিয়ে দিতে চায় টাইগাররা

জিম্বাবুয়েকে যত দ্রুত সম্ভব গুটিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। অন্য দিকে অন্তত প্রথম সেশন খেলার লক্ষ্য জিম্বাবুয়ের।

৬ উইকেটে ২২৮ রান নিয়ে প্রথম দিন শেষ করে জিম্বাবুয়ে। ক্রিজে রেজিস চাকাভার সঙ্গী ডোনাল্ড টিরিপানো। সফরকারীদের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ আরভিনের আশা, নিজের ইনিংস দ্বিতীয় সেশনে নিয়ে যান চাকাভা-টিরিপানো।

যত দ্রুত সম্ভব জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে দিতে চায় বাংলাদেশ। প্রথম দিন চার উইকেট নেওয়া নাঈম হাসান আত্মবিশ্বাসী, সফরকারীদের লোয়ার অর্ডার দ্রুতই গুটিয়ে দিতে পারবেন তারা। বাংলাদেশ কী পারবে তিনশ রানের নিচে সফরকারীদের থামাতে?

আবু জায়েদের চতুর্থ শিকার এনডিলোভু : টানা দুই ওভারে উইকেট পেলেন আবু জায়েদ চৌধুরী। ডোনাল্ড টিরিপানোর পর বিদায় করলেন আইন্সলে এনডিলোভুকে।

স্টাম্পে থাকা ফুল লেংথ বল ফ্লিক করতে চেয়ে ব্যাটে খেলতে পারেননি জিম্বাবুয়ের নয় নম্বর ব্যাটসম্যান। এলবিডব্লিউর জোরালো আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ না নিয়ে ফিরে যান এনডিলোভু। চতুর্থ উইকেট পেলেন আবু জায়েদ।

৬ বলে শূন্য রানে ফিরেন এনডিলোভু। ৯৯ ওভারে জিম্বাবুয়ের স্কোর ২৪৪/৮। ক্রিজে রেজিচ চাকাভার সঙ্গী চার্ল্টন টিশুমা।

তাইজুলের উইকেট : আগের দিনের অনুজ্জ্বল তাইজুল ইসলামকে সকাল থেকে এক প্রান্তে রেখেছেন মুমিনুল হক। বাংলাদেশ অধিনায়ককে আস্থার প্রতিদান দিলেন তাইজুল। রানের খাতা খোলার আগেই ফেরালেন অভিষিক্ত চার্ল্টন টিশুমাকে।

টার্ন আশা করে খেলেছিলেন টিশুমা। স্টাম্পে থাকা বল ততটা টার্ন করেনি। বল আঘাত হানে প্যাডে, এলবিডব্লিউ হয়ে ফিরে যান জিম্বাবুয়ের ১০ নম্বর ব্যাটসম্যান। ১০০ ওভারে জিম্বাবুয়ের স্কোর ২৪৫/৯। ক্রিজে রেজিস চাকাভার সঙ্গী ভিক্টর নিয়াউচি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ ও জিম্বাবুয়ে,টেস্ট,টাইগার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close