reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি, ২০২০

ঘরের মাঠে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে বাংলাদেশের যাওয়ার স্বপ্নকে গুড়িয়ে দিলো বুরুন্ডি। আজকের সেমিফাইনালে জেমি ডে’র শিষ্যরা ৩-০ গোলে হেরে গেছে আফ্রিকান দেশের বিপক্ষে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে মুখোমুখি হয় ‘বি’ গ্রুপের রানার-আপ বাংলাদেশ এবং ‘এ’ গ্রুপের শীর্ষ দল বুরুন্ডি।

২ দলের জন্য ছিল এটি প্রথম সাক্ষাৎ। যেখানে ফিফা র‌্যাংকিংয়ে বুরুন্ডির চেয়ে ৩৬ ধাপ পিছিয়ে বাংলাদেশ। বুরুন্ডির অবস্থান ১৫১। আর বাংলাদেশের ১৮৭তম অবস্থান।

লাল-সবুজদের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় বুরুন্ডি। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠেছিল জামাল ভূঁইয়ারা। কিন্তু আক্রমণভাগে সাদ উদ্দীন-রিয়াদুলরা একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন।

তবে সুযোগ হাতছাড়া করেনি বুরুন্ডি। দ্বিতীয়ার্ধে কাউন্টার অ্যাটাক থেকে ঠিকই তারা তৃতীয়বারের মতো খুঁজে নেয় স্বাগতিকদের জাল।

আগামী শনিবার ফাইনালে বুরুন্ডি ফাইনালে মুখোমুখি হবে ফিলিস্তিনের বিপক্ষে। বঙ্গবন্ধু গোল্ডকাপে গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ফিলিস্তিন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বঙ্গবন্ধু গোল্ডকাপ,বুরুন্ডি,ফাইনাল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close