reporterঅনলাইন ডেস্ক
  ২০ মে, ২০২৪

বায়ুদূষণের তালিকায় ঢাকা ষষ্ঠ

ফাইল ছবি

ঢাকার বাতাস আজ সোমবারও ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। তবে এ সময় বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভারতের দিল্লি।

এদিন সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৬৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩৮১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি। এছাড়া ১৮৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৭৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১৭৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিসরের রাজধানী কায়রো এবং পঞ্চম অবস্থানে থাকা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসের স্কোর ১৬৫।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বায়ুদূষণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close