reporterঅনলাইন ডেস্ক
  ০২ ডিসেম্বর, ২০১৯

মেসি জাদুতে শীর্ষে বার্সা

খেলার শুরু থেকেই বার্সেলোনার সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই করছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। প্রথমার্ধের শুরুর অর্ধেকটা সময় বল অনেকটা নিজেদের নিয়ন্ত্রণেই নিয়েছিল অ্যাতলেতিকো। পরে আক্রমণে ফেরে বার্সা।

দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাটি উপভোগ্য হয়ে উঠেছিল। শেষদিকে দলের প্রয়োজনে স্বরূপে হাজির হন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। অসাধারণ এক গোলে গড়ে দিলেন ব্যবধান। আর এই গোলেই আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করলো বার্সা।

রোববার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় হাইভোল্টেজ ম্যাচটি ১-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল। লা লিগায় এই নিয়ে বার্সেলোনার বিপক্ষে টানা ১৯ ম্যাচে জয়শূন্য রইলো আতলেতিকো।

১৪ ম্যাচে ৩১ পয়েন্ট হলো বার্সেলোনার। পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো দলটি। যদিও সমান ম্যাচে রিয়ালের পয়েন্টও ৩১। তবে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে কাতালান ক্লাবটি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বার্সেলোনা,লিওনেল মেসি,গোল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close