reporterঅনলাইন ডেস্ক
  ১৭ মে, ২০১৯

সাকিবকে ছাড়াই ফিল্ডিংয়ে বাংলাদেশ

একদল কোনো সিরিজ বা টুর্নামেন্ট জেতে না গত পাঁচ বছর ধরে, অন্য দল টানা ৬টি ফাইনাল খেলেও পায়নি বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জেতার স্বাদ- দুই দল আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে, মালাহাইডের দ্য ভিলেজ মাঠে।

যেখানে দুই দলেরই লক্ষ্য অভিন্ন শিরোপা জয়। তবে তার চেয়েও বড় লক্ষ্য বিশ্বকাপের আগে জয় দিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়া। এমন পরিস্থিতি সামনে রেখেই মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচটিতে পুরো সিরিজের প্রথমবারের মতো টস ভাগ্য হেসেছে মাশরাফি বিন মর্তুজার পক্ষে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আগে বোলিং করার। বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামবে ক্যারিবীয়রা।

রবিন লিগে দুই দলের মুখোমুখি দুই সাক্ষাতেই জিতেছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়ের পর, দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়েছিল টাইগাররা।

বাংলাদেশ দল এ ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়াই নামছে। লিগ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সাইড স্ট্রেইনে পড়েন তিনি। তাকে তাই ঝুঁকি নিয়ে এ ম্যাচে খেলানো হচ্ছে না।

বাংলাদেশ দলে এ ম্যাচেও বেশ কিছু পরিবর্তন এসেছে। সাকিব না থাকায় তার জায়গায় নেওয়া হয়েছে মোসাদ্দেক হোসনকে। বাদ দেওয়া হয়েছে লিটন দাসকে। এছাড়া আগের ম্যাচে বিশ্রামে থাক মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার এবং মোহাম্মদ মিঠুন ফিরেছেন এ ম্যাচে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, সুনীল আমব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, আসলি নার্স, কেমার রোচ, রেমন্ড রেইফার, শ্যানন গ্যাব্রিয়েল।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাকিব,ছাড়া,ফিল্ডিং,বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close